বিশেষ শিশুদের জন্য ‘আইএনডিআর’এর সাইকোলজিক্যাল এসেসমেন্ট ও কাউন্সেলিং সেবা

বিশেষ শিশুদের জন্য ‘আইএনডিআর’এর  সাইকোলজিক্যাল এসেসমেন্ট ও কাউন্সেলিং সেবা

[স্বাস্থ্য বাংলা ডেস্ক]

ইন্সটিটিউট অব নিউরো ডেভলপমেন্ট এণ্ড রিসার্চ’ অটিজম, সেরিব্রাল পালসি, বুদ্ধি প্রতিবন্ধি   প্রভৃতি  বিশেষ শিশু ও তাদের  বাবা, মায়ের   জন্য   সাইকোলজিক্যাল এসেসমেন্ট ও কাউন্সেলিং সেবা শুরু  করেছে । এখন থেকে  ঢাকার নিউ ইস্কাটনস্থ ‘আইএনডিআর’ সেন্টারে সাশ্রয়ী খরচে নিম্নোক্ত সেবা সমূহ  পাওয়া যাবে।

১। অটিজম / এডিএইচডি ইত্যাদির কনফার্মেটরি সাইকোলজিক্যাল এসেসমেন্ট।
২। বাচ্চার আচরণগত সমস্যার ধরন নিরুপণ।
৩। বাচ্চার বুদ্ধিমত্তা বা আই-কিউ লেভেল নিরুপণ।
৪। বাচ্চার সম্পুর্ন সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরি।
৫। বয়স অনুযায়ী বাচ্চা মানসিক ও মেধাগত দিক থেকে এগিয়ে বা পিছিয়ে আছে কিনা, পিছিয়ে থাকলে তা কতটুকু।
৬। পিতা-মাতার জন্য পজেটিভ প্যারেন্টিং কাউন্সেলিং।
৭। পিতা-মাতার জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট ও কাপল কাউন্সেলিং।

শুক্রবার ছাড়া সপ্তাহের ৬ দিন’ই ঢাকার নিউ ইস্কাটনস্থ ‘আইএনডিআর’ সেন্টারে এই সাইকোলজিক্যাল এসেসমেন্ট ও কাউন্সেলিং সেবাসমূহ পাওয়া যাবে। তবে কাংখিত সেবাটি পেতে আগে থেকেই  +৮৮০১৯৩১৪০৫৯৮৬ এই নাম্বারে ফোন করে নাম লিপিবদ্ধ করে নিতে হবে।

 

Related posts

Leave a Comment