ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র দুইদিন ব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র দুইদিন ব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প

[স্বাস্থ্য বাংলা ডেস্ক]

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য আগামী ২৫ ও ২৬ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার) স্বাস্থ্যসেবা ক্যাম্পের  আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য ক্যাম্প সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে। দুইদিনব্যাপী ক্যাম্পে ডায়াবেটিস স্ক্রিনিং ও চক্ষুু পরীক্ষা পরামর্শের ব্যবস্থা থাকবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব বিষয়ে পরামর্শ দেবেন।

আগামী ২৫ নভেম্বর সকাল সাড়ে ১১টায় ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে আজাদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।
সংগঠনের সকল সদস্য ও তাদের পরিবারকে এই সেবা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্যসেবা ক্যাম্পের সূচিঃ
২৫ অক্টোবর, ২০১৭ (বুধবার)
সকাল ৯টা থেকে বিকাল ৪টা: ডায়াবেটিস সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্প (সেবা গ্রহণের জন্য খালি পেটে আসতে হবে)
ভেন্যু : ডিআরইউ গোলটেবিল মিলনায়তন

২৬ নভেম্বর, ২০১৭ (বৃহস্পতিবার):
সকাল ৯টা থেকে বিকাল ৪টা: চক্ষু পরীক্ষা ক্যাম্প
ভেন্যু : ডিআরইউ গোলটেবিল মিলনায়তন

 

Related posts

Leave a Comment