ভারতীয় চিকিত্সকদের অভিযোগ

ভারতীয় চিকিত্সকেরা অভিযোগ করেছেন যে ভিসা জটিলতার কারণে অনেক বাংলাদেশী ভারতে উন্নত চিতিত্সা থেকে বঞ্চিত হচ্ছে। গত কাল চট্টগ্রাম অপপলো – হাসপাতাল এ এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তারা- সম্মেলনে চট্টগ্রাম আঞ্চলিক কর্মকর্তা অমরেন্দ্র সরকার, বিসেসজ্ঞ চিকিত্সক রবিন চক্রবর্তী ও অরুন্ধুতি চক্রবর্তী উপস্থিত ছিলেন। তারা বলেন বাংলাদেশ থেকে প্রায় ৩০ শতাংশ রোগী ভাতে যায় চিকিত্সা নিতে। কিন্তু সময় মত ভিসা না দেয়ায় তাদের অনেকেই চিকিত্সা থেকে বঞ্চিত হচ্ছে। রবিন চক্রবর্তী বলেন আমরা দুই দেশের পররাষ্ট্র মন্ত্রনালয় পর্যায়ে কথা বলেছি এবং আশা করা যায় ২-৩ মাস এর মধ্যে এটা কেটে যাবে।

Related posts

Leave a Comment