উচ্চ প্রযুক্তিসম্পন্ন এন্টি ক্যান্সার ওষুধ বাজারজাত করেছে বীকন ফার্মা

দেশে প্রথমবারের মত উচ্চ প্রযুক্তি সম্পন্ন ক্যান্সার প্রতিরোধক ওষুধের বাজারজাত শুরু করেছে বীকন ফার্মা লি:। এর ফলে দেশের ক্যান্সার আক্রান্ত রোগীরা সহজে কমদামে মানসম্মত ওষুধ পাবে। প্রতিষ্ঠানটি ক্যান্সার প্রতিরোধে নিজস্ব কারখানায় তৈরি সাত ধরনের ওষুধ বাজারে ছেড়েছে। বীকন ফার্মা লি: এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বলেন, বাংলাদেশে ১২ লাথ ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছে। মানসম্মত চিকিৎসা ও ওষুধের অভাবে এদের মধ্যে প্রতি বছর দেড় লাখ রোগী মারা যায়। তিনি আশা করের, তাদের  উৎপাদিত ওষুধ দামে কম ও বিশ্বমানের হওয়ায় দেশে ক্যান্সার প্রতিরোধে এক বড় ধরনের ভূমিকা রাখবে। তিনি আরও বলেন বীকন ফার্মাসিউটিক্যালসের  উৎপাদিত এন্টিক্যান্সার ওষুধের বিক্রয় মূল্য থেকে ৫শতাংশ টাকা ক্যান্সার চিকিৎসায় দান করা হবে। বীকন ফার্মার বাজারজাতকৃত এন্টি ক্যান্সার ওষুধের মধ্যে রয়েছে ফ্লুরোজেন, জেলপেক ডকরেজেন, জেমোজেন, জরুবিন, ফিলগ্রাষ্ট ও প্লাটিনেক্র। কোমোথেরাপির ওষুধ হিসাবে ব্যবহৃত এই ওষুধগুলো ইনজেকশন আকারে বাজারজাত করা হবে। উল্লেখ্য, ২০০৫ সালে ময়মনসিংহের ভালুকায় স্থাপিত বীকন ফার্মাসিউটিক্যালস শুরু থেকেই এন্টি ক্যান্সারের ওষুধ তৈরি চেষ্টা চালিয়ে আসছিল। ৫ বছর চেষ্টার পর তারা এন্টি ক্যান্সারের ওষুধ তৈরি করতে সক্ষম হয়।

Related posts

Leave a Comment