উচ্চতর প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ডাঃ মাহফুজের কোলকাতা অ্যাপোলো গমন
[স্বাস্থ্য বাংলা ডেস্ক]
সিলেটের তরুণ ও প্রথিতযশা অর্থোপেডিক সার্জন ডাঃ এস, মাহফুজ আনোয়ার ভারতের বিখ্যাত অ্যাপোলো হাসপাতাল গ্রুপের অ্যাপোলো গ্লেনিগ্যালস হাসপাতাল কোলকাতার আমন্ত্রণে আর্থোপ্লাস্টি’র ওপর একটি উচ্চতর ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্যে কোলকাতা যাচ্ছেন। উল্লেখ্য আগামী ২০ শে জুলাই’২০১৮ অনুষ্ঠিতব্য কোলকাতার অ্যাপোলো গ্লেনিগ্যালস হাসপাতালে উচ্চতর এই আর্থোপ্লাস্টি প্রশিক্ষণ কোর্সে ভারতসহ দেশ-বিদেশের অর্থোপেডিক বিশেষজ্ঞ ও শল্যবিদগণ অংশগ্রহণ করবেন।
ডাঃ এস, মাহফুজ আনোয়ার সিলেটের এম, এ, জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেজিস্টার (অর্থোপেডিক সার্জারী) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দেশে বিদেশে বহু সেমিনার,ওয়ার্কশপ এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।