হস্তমউথুন সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারনা

নারী ও পুরুষ উভয় গোত্রের মানুষই জীবনের কোন না কোন সময় হস্তমউথুন এর মাধ্যমে নিজেদের যৌন চাহিদা পূরণ করে থাকে। যদিও এটি খুবি স্বাভাবিক একটি যৌনাচার, তবু ও আমাদের মধ্যে এর সম্পর্কে কিছু ভুল ধারনা প্রচলিত আছে। এই ভুল ধারনা গুলর মধ্যে সবচেয়ে প্রচলিত কিছু ভুল ধারনা নিয়ে আমরা আজ আলোকপাত করবঃ

ভুল ধারনাঃ হস্তমউথুন শুধু কম বয়স্ক দের জন্য

হস্তমউথন একটি সারা জীবন চলমান ক্রিয়া। পরিসংখ্যানে দেখা যায়, ৭০ থকে ৯০ ভাগ নারী পুরুষ হস্তমউথুন করে থকেন।

ভুল ধারনাঃ হস্তমউথনের কারনে চোখের জতি কমে যাওয়া, চুল পড়া, ব্রন ওঠা, দীর্ঘমেয়াদি দুর্বলতা, ক্যান্সার ইত্যাদি হতে পারে।

ভুল, এমনকি ডাক্তার রা বলে থাকেন, হস্তমউথুনের কিছু মেডিক্যাল সুবিধা রয়েছে। যেমন হস্তমউথুনের ফলে দুশ্চিন্তা, মাথা ব্যথা, নিদ্রা হিনতা ইত্যাদি সমস্যা কমে যেতে পারে।

ভুল ধারনাঃ  হস্তমউথুন আসল যৌন ক্রিয়া নয়

হস্তমউথুন এর মাধ্যমে পরিপূর্ণ যৌন তৃপ্তি সম্বব, যা সঙ্গম কালে পাওয়া যায়।

ভুল ধারনাঃ  বিবাহিত মানুষরা হস্তমউথুন করে না

গবেষণায় দেখা গ্যাছে, বিবাহিত নারী পুরুষ অবিবাহিত দের চেয়ে বেশি হস্তমউথুন করে।

ভুল ধারনাঃ  পুরুষদের’ই শুধু হস্তমউথুন করতে হয়, নারী দের নয়

নারী পুরুষ নির্বিশেষে সবাই হস্তমউথুন করে থাকে।

ভুল ধারনাঃ হস্তমউথুনের কারনে যৌন বাহিত রোগ হতে পারে

ভুল, সমেহন এ যৌন রোগ হবার সম্ভাবনা নেই।

ভুল ধারনাঃ হস্তমউথুনের ফলে মেয়েদের সন্তান ধারন ক্ষমতা ও পুরুশের বীর্য উৎপাদন কমে যায়

হস্তমউথুন একটি সম্পূর্ণ নিরাপদ যৌন ক্রিয়া, এর ফলে নারী পুরুষ কারই সন্তান ধারন বা বীর্য উৎপাদনে ব্যঘাত ঘটে না।

 

আপনার যে কোন যৌন সমস্যার সমাধান এর জন্য স্বাস্থ্য বাংলার সেক্সুয়াল হেল্‌থ কাউন্সিলর এর সাথে দেখা করুন। সময় নিতে ফোন করুন +৮৮-০৪৪৭৮০০৫১৬১ ( +88-04478005161 ) নাম্বার এ।

 

Related posts

Leave a Comment