আপনার সমস্যা শুনে মনে হচ্ছে আপনার টেনিস এলবো হয়েছে। এটা হাতের বিশেষ কিছু মুভমেন্ট বেশি করলে হতে পারে। আবার অনেক সময় কারন জানা জায় না। টেনিস খেলয়ার দের এটা বেশি হয়। সাধারন মানুষের ও হতে পারে। আপনার উচিৎ হবে দ্রুত একজন ফিজিওথেরাপিস্ট কে দেখান। ঔষধে এই ধরনের ব্যাথা তে তেমন উপকার পাওা যায় না।
ডাঃ ওসমান গনি
এম, এস, সি (নিউরো রিহ্যাব, ব্রিটেন)
ডিপ্লোমা, অর্থপেডিক মেডিসিন (বেলজিয়াম)
বি, পি, টি (ডি, ইউ)
01931405986