ডাঃ শুভেন্দু মাজি–ক্যান্সার রোগীদের মাঝে যিনি জ্বেলে চলেছেন নতুন আশার প্রদীপ [ স্বাস্থ্য বাংলা প্রতিবেদক] আনুমানিক রাত ১০টা। কোলকাতার টালিগঞ্জ এলাকার একটি প্রাইভেট হাসপাতালের জনৈক ক্যান্সার বিশেষজ্ঞের চেম্বারের সামনে তখনো ৮/১০ জন রোগীর ভিড়। খোঁজ নিয়ে জানলাম, ডাক্তারবাবু চেম্বারেই আছেন। তাঁর সেদিনের মতো রোগী দেখা শেষ। অথচ যারা এসেছেন তাঁরাও আজই ডাক্তারবাবুকে দেখাতে চান অথচ আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা নেই – হুট করেই চলে এসেছেন দুই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সিএমসিএইচ ভ্যেলোরের ডাক্তার দেখাতে । এমন সময় চেম্বার ছেড়ে বেড়িয়ে এলেন এক সুদর্শন তরুণ। অপেক্ষারত রোগীদের দিকে চকিত দৃষ্টি নিক্ষেপ…
Read More