ইউনিক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালকের ভারতে আন্তর্জাতিক হেলথকেয়ার কনফারেন্সে যোগদান

ইউনিক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালকের ভারতে আন্তর্জাতিক হেলথকেয়ার কনফারেন্সে যোগদান

ইউনিক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রামস্থ ভারতের অ্যাপোলো গ্লেনিগ্যালস হাসপাতালের হেলথ কেয়ার কোঅর্ডিনেটর ও বিশিষ্ট হেলথকেয়ার কনসালট্যেন্ট সৈয়দ রিফাত ফারুক (সম্রাট) ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (ফিককি) আমন্ত্রণে ব্যাঙ্গালোরে তিনদিন ব্যাপী  অনুষ্ঠিতব্য ‘অ্যাডভান্টেজ হেলথ কেয়ার ইন্ডিয়া ২০১৭‘ শীর্ষক আন্তর্জাতিক সামিটে অংশগ্রণের উদ্দেশ্য আগামী ১১-ই অক্টোবর ব্যাঙ্গালোর যাচ্ছেন।

ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, ভারতের সার্ভিস এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল (এসইপিসি), কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে আয়োজিত আগামী ১২ থেকে ১৪-ই অক্টোবর অনুষ্ঠিতব্য এই সামিটটিতে এশিয়া, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা ও সিআইএস দেশসমূহ সহ বিশ্বের প্রায় ৬৫টি দেশের সরকারী বেসরকারী স্বাস্থ্য সেবা সেক্টরের  প্রতিনিধিগণ অংশহগ্রহণ  করবেন।

উল্লেখ্য চট্রগ্রাম থেকে এই প্রথমবারের মতো শুধুমাত্র সৈয়দ রিফাত ফারুক (সম্রাট) এই আন্তর্জাতিক সামিটে অংশগ্রণের আমন্ত্রণ লাভ করেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হয়ে বাংলাদেশ থেকে  যারা এই সামিটে অংশগ্রহণ করবেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ঢাকার মেডিট্রেইন’এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিক –উল – আলম স্বপন ও সিইও (ফিনান্স) মুহাম্মদ মুস্তফা কাদের, ভার্গো কন্টাক্ট সেন্টার সার্ভিসেস লিঃ এর জ্যেষ্ঠ নির্বাহী রুনা লায়লা, ভ্যাকেশন লিফটার এর সিইও জনাব জাকির হোসেন খান এবং  সিলেট বিএমএ এর এক্সিকিউটিভ কমিটির সিনিয়র মেম্বার ও  মেডিএইড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা, মাহমুদুল মজিদ চৌধুরী শাহীন।

প্রেস বিজ্ঞপ্তি

 

Related posts

Leave a Comment