স্বাস্থ্য বাংলা শিশু বিকাশ কেন্দ্র

স্বাস্থ্য বাংলা তার মেম্বার ও সাধারন জনগনের সেবার লক্ষে একটি শিশু বিকাশ কেন্দ্র চালু করেছে। এই কেন্দ্রের মুল লক্ষ হবে স্বাস্থ্য বাংলার মেম্বার ও সাধারন জনগণের মধ্যে শিশু বিকাশ ও এর গুরুত্ত তুলে ধরা এবং যে সমস্ত শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সমস্যা রয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা। আমরা নিম্নোক্ত সেবা গুল এখন পর্যন্ত এই কেন্দ্রের মাধ্যমে শুরু করতে পেরেছিঃ

 

  • যে কোন বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশ ঠিক মত হচ্ছে কিনা তা নিরুপন করা
  • অটিস্টিক বা লার্নিং ডিজেবেল বাচ্চাদের জন্য অকুপেশনাল থেরাপি
  • কথা বলতে না পারা অথবা সমস্যা রয়েছে এমন বাচ্চাদের জন্য স্পিচ থেরাপি
  • কানে সুনতে না পারা বাচ্চাদের জন্য অডিওলজি পরিক্ষা নিরিক্ষা ও কানে শুনার যন্ত্রের ব্যবস্থা করা
  • শারীরিক সমস্যা বা প্রতিবন্ধিতার জন্য ফিজিওথেরাপি
  • অটিস্টিক বা লার্নিং ডিজেবেল, শারীরিক প্রতিবন্ধি, বাক প্রতিবন্ধি ইত্যাদি শিশুদের জন্য বিশেষ স্কুল এর ব্যবস্থা করা ও দিক নির্দেশনা দেয়া
  • যে কোন সুস্থ বা অসুস্থ বাচ্চার জন্য নানা সমস্যায় কি করতে হবে তার দিক নির্দেশনা দেয়া, ইত্যাদি

তাই আপনার বাচ্চার শারীরিক ও মানসিক বৃদ্ধি নিয়ে কোন সন্দেহ থাকলে দেরি না করে আপনার বাচ্চা কে স্বাস্থ্য বাংলা শিশু বিকাশ কেন্দ্রে নিয়ে আসুন। আরও বিস্তারিত জানতে অথবা বিশেষজ্ঞ দের সময় নিতে ফোন করুন +88-01931405986 নাম্বার এ।

 

Related posts

Leave a Comment