ধুমপান নিবারণে বীকনের সাইকেল র‍্যালি

ধুমপান নিবারণে বীকনের সাইকেল র‍্যালি

[স্বাস্থ্য বাংলা]

নভেম্বর মাস ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস, আর এই সচেতনতা উপলক্ষ্যে বাংলাদেশের ক্যান্সার ওষুধ প্রস্তুতকারীদের অগ্রপথিক বীকন ফার্মাসিউটিক্যালস লি: সাউথ ঢাকা সাইক্লিস্ট গ্রুপের  এর সহযোগীতায় ২০০ এর অধিক সাইক্লিস্ট নিয়ে এক মনোজ্ঞ সাইকেল র‍্যালির আয়োজন করে।

ধূমপান ফুসফুস ক্যান্সারের অন্যতম কারণ। তাই,  ‘আর ধুমপান নয়’, ‘আর মৃত্যুকে আলিঙ্গন নয়’,  ‘ধুমপানে বিষপান’  এমন সব চমৎকার শ্লোগান কে সামনে রেখে  বীকন এই বিশাল প্রচারণা সাইকেল শোভাযাত্রা করেছে ঢাকায় গত  ১৭ নভেম্বর শুক্রবার

জনগণ কে সচেতন করার লক্ষে র সকাল ৭ টায় শহীদ মিনার থেকে এই র‍্যালি  শুরু হয় এবং জাতীয় সংসদ ভবনের সামনে শেষ হয়। ছুটির দিনে ধুমপান নিবারণে বীকনের  এই অনবদ্য র‍্যালিটি    নগরবাসীর মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

উল্লেখ্য বীকন ফার্মাসিউটিক্যালস সামাজিক দায়িত্বের অংশ হিসেবে মাদকাসক্তি নিরাময়সহ এমন নানা মানব হৈতিষণা্মূলক কর্মসূচী প্রায়শঃই পালন করে থাকে। দেশের আন্তর্জাতিক মানসম্পন্ন প্রথম মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য কেন্দ্রটিও তাদেরই এক চমৎকার উদ্যোগ।   

Related posts

Leave a Comment