হাইতির ভূমিকম্পদুর্গত মানুষকে চিকিৎসা-সহায়তা দেওয়ার জন্য ‘অপারেশন ক্যারিবিয়ান হোপ’-এর আওতায় ৩০ সদস্যের একটি চিকিত্সা-সহায়তা দল গত শুক্রবার হাইতির উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন কর্নেল এম এইচ এম দেলোয়ার হোসেন। দলটিতে সেনাবাহিনী মেডিকেল কোরের ১৭ জন, সিগন্যাল কোরের তিনজন এবং ১০ জন বেসামরিক চিকিৎসক রয়েছেন। চিকিৎসা-সহায়তা দলটি তাদের সঙ্গে প্রয়োজনীয় চিকিত্সা সরঞ্জাম ও ওষুধ নিয়ে যাচ্ছে। ইউএনবি
হাইতির উদ্দেশ্যে চিকিৎসা সহায়তা দলের ঢাকা ত্যাগ
