স্বাস্থ্যবিষয়ক বই – শিশু-নিরাময়

লেখক: ডা. প্রণব কুমার চৌধুরী
প্রকাশক: সময়
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: ২৫০ টাকা

শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রণব কুমার চৌধুরী প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন জাতীয় পত্রপত্রিকায় শিশুস্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে লেখালেখি করে আসছেন।
শিশু বয়সে নানা অসুখের পাশাপাশি এমন অনেক সাধারণ সমস্যা রয়েছে, যা মা-বাবা ও অভিভাবকেরা সচেতন থাকলে এবং সময়মতো ব্যবস্থা নিলে নিরাময় করা সম্ভব।
সাবলীল ভাষায় শিশুদের নানা সমস্যার বর্ণনা, সমস্যা সম্পর্কে মা-বাবাকে সচেতন করা এবং তা থেকে নিরাময়ের দিকনির্দেশনা দেওয়া আছে এ বইয়ে। এটি A simple text book of Pediatrics-এর লেখক চিকিৎসক প্রণব কুমার চৌধুরীর শিশু স্বাস্থ্যবিষয়ক বাংলা ভাষায় প্রকাশিত একাদশতম গ্রন্থ।
বইটি বঙ্গমাতা ফজিলাতুননেসা ও শেখ রাসেল স্মরণে উৎসর্গকৃত। বইয়ের দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। পৃষ্ঠাসংখ্যা ২২৪।
মূল্য ২৫০ টাকা। স্বনামধন্য প্রকাশন সংস্থা সময় প্রকাশক বইটি বের করেছে।

Related posts

Leave a Comment