চোখ ও ঠোঁটের যত্ন

মুখমন্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অংশ হচ্ছে চোখ ও ঠোঁট। মেকআপের সময় এ দুটি অংশের দিকেই বেশি দৃষ্টি দিতে হয়। তাই নিয়ে এই আয়োজন।

চোখের জন্য যা করবেন

চোখ ছোট হলে-

* চোখের পাতার কোনার দিকে মিডিয়াম টোনের আইশ্যাডো ব্যবহার করুন।

* চোখের পাতার দিকে হালকা রঙের শ্যাডো লাগান।

চোখ ভিতরে ঢুকে গেলে-

* ব্রাউন বা কালো কাজল ব্যবহার করুন।

* চোখের ওপরে আই লাইনার না লাগানোই ভাল। লাগালেও খুব সরু করে লাগান।

* চোখের পাতার উপরে মিডিয়াম টোনের আইশ্যাডো লাগিয়ে উপরের দিকে ব্লেন্ড করে দিন।

* মাসকারা লাগালে চোখের উপরের পাতায় লাগান। নীচের পাতায় লাগাবেন না।

চোখ যদি ঠিকরে আসে

* চোখের উপরের পাতায় সরু করে কাজল পরুন।

* গাঢ় রঙের আই শ্যাডো ব্যবহার করুন।

* চোখের উপরে এবং নিচে মাসকারা ব্যবহার করতে ভুলবেন না।

আই মেক আপের সময় খেয়াল রাখুন…

* আই শ্যাডোর ব্রাশ ব্যবহারের আগে দু-তিন ফোটা পানি নিয়ে ব্রাশ ভিজিয়ে নিন।

* শ্যাডো লাগানোর সময় ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করুন।

০০ প্রথমে হালকা রঙের আইশ্যাডো ব্যবহার করুন, ধীরে ধীরে গাঢ় রঙের দিকে যান।

০০ আই ব্রো এলোমেলো যাতে না হয়, সে জন্য সামান্য মাসকারা বা হেয়ার স্প্রে লাগাতে পারেন।

ঠোটের যত্ন

ঠোঁট মোটা হলে-

* যতটা সম্ভব ঠোঁটের ভিতর দিয়ে লিপ লাইনারের রেখা টানুন যাতে ঠোঁট পাতলা দেখায়।

* ম্যাট লিপস্টিক ব্যবহার করলে ঠোঁটের মোটা ভাব কমবে।

* পাতলা ঠোঁটের রেখার ভিতর সাবধানে লিপস্টিক লাগান

* অবশ্যই লিপ গ্লস লাগাবেন।

* অধিকাংশ সময় উপরের ঠোঁট নিচের ঠোঁটের তুলনায় পাতলা হয়। সে জন্য উপরের ঠোঁটের লিপলাইনার একটু বাইরে টেনে নিন।

লিপস্টিকের ব্যবহার

* লিপস্টিক সরাসরি ঠোঁটে না লাগিয়ে ছোট লিপব্রাশ দিয়ে লাগান।

* মুখ অল্প খোলা রেখে প্রথমে ঠোঁটের মাঝখান থেকে লিপস্টিক লাগান।

* লিপস্টিক লাগানো হয়ে গেলে টিস্যু পেপার আলতো করে দুই ঠোঁটের মাঝে চেপে ধরুন।

লিপগ্লস

* ঠোঁটে গ্লসি লুক চাইলে লিপগ্লস ব্যবহার করতে পারেন।

* লিপগ্লস ঠোঁটের মাঝখানে লাগিয়ে দুটি ঠোঁট চেপে ধরুন।

* ঠোঁটের রং খুব গাঢ় হলে লিপস্টিকের উপর লিপ গ্লস না লাগালেই ভাল।

মনে রাখবেন

* ছোট চোখ হলে উপরে ও নিচে লাইনার দিন। ভিতরে কাজল পরবেন না। হালকা রঙের আইশ্যাডো বেছে নিন।

* ভাসা চোখের শুধু উপরের পাতার কোলে ঘেঁষে লাইনার লাগান। মাঝারি থেকে গাঢ় শেডের আই শ্যাডো নিন।

* লিপলাইনারের সহায্যে ঠোঁটের একটু বাইরে থেকে রেখা টানুন। এতে করে ঠোঁট ভরাট দেখাবে।

* ফাউন্ডেশন ও কনসিলার দিয়ে ঠোঁটের কোনা গুলো মুখের ত্বকের সঙ্গে মিশিয়ে দিন। ম্যাট ফিনিশ লিপস্টিক লাগান।

Related posts

Leave a Comment