গর্ভধারনের চিহ্ন সম্পর্কিত কিছু কথা

আমি কি গর্ভবতী?


অনেক নারি আছেন যারা প্রিয়ডের সময় পার হবার আগে বুঝতে পারেন না যে তিনি গর্ভধারন করেছেন। প্রিয়ড মিস হওয়াই গর্ভধারনের একমাত্র চিহ্ন নয়। আরও কিছু ব্যাপার প্রিয়ড মিস হওয়ার আগেও বোঝা যেতে পারে। এগুলো হল:


  • অসুস্থ বোধ করা বা মাধা ঘুরা
  • মুখে একটি অস্বাভাবিক ধাতব অনুভূতির স্বাদ
  • স্তন কিছুটা স্ফিত হয়ে ওঠা ও স্পর্শকাতরতা বেড়ে যাওয়া
  • পেটি ব্যাথা, কোষ্টকাঠিন্য ও ঘন ঘন প্রশ্রাবের বেগ পাওয়া
  • বেশি শ্রাব নির্গত হওয়া
  • কারও কারও সামান্য রক্তপাত হতে পারে যা অনেকেই প্রিয়ড বলে ভুল করে।

 

আমি গর্ভবতী কিনা পরিক্ষা করব কখন ?

বাসায় ব্যবহার্য প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে যখন আপনার প্রিয়ড মিস হয়েছে বলে মনে করবেন তখনই আপনি টেস্ট করতে পারেন। তবে কিছু টেস্ট কিট রয়েছে যেগুলো অনেক সেনসেটিভ যার কারনে এর্র আগে ফলাফল যানা যায়। বাসার পাশের ফার্মেসি গুলোতেই এই টেস্ট স্ট্রিপ পাওয়া যায়।

প্রশ্রাবের মধ্যে human chorionic gonadotrophin (hCG) হরমন এর উপস্থিতি বিচার করে এই পরিক্ষা গুলো বেশ সফলতার সাথে প্রেগনেন্সি নির্নয় করতে পারে। যথাযথ ভাবে এই টেস্ট স্ট্রিপ গুলো ব্যবহার করতে পারলে ভুল হবার সম্ভাবনা খুবই কম। তবে অনেক সময় টেস্ট নেগেটিভ আসে। অপেক্ষার পরও প্রিয়ড শুরু না হলে গাইনী বিশেষজ্ঞের সাথে দেখা করতে হবে।

Related posts

Leave a Comment