স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ.ফ.ম. রুহুল হক বলেছেন কিডনী ডায়ালাইসিসকে সকলের আয়ত্বে আনতে সরকার সরাদেশের সকল জেলা হাসপাতালে কিডনী ডায়ালাইসিস করার ব্যবস্থা করবে। এজন্য ২ থেকে ৩ বছর সময় লেগে যেতে পারে। যে কোন চিকিৎসা যত ব্যায় বহুলই হোকনা কেন সরকারী হাসপাতালে তা প্রদান করা হবে। ১১ মার্চ বিশ্ব কিডনী দিবস উপলক্ষে রাজধানীর ডিল্পোমা ইন্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইডিইবি) এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ রেনাল এসোসিয়েশন, কিডনী ফাউন্ডেশন ও বাংলাদেশ ডায়াবেটিক এসেসিয়েশন যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপটেন (অব:) ডা: মজিবুর রহমান ফকির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডা: এম.আর.খান, বঙ্গবন্ধু শেখ মুজব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, বাংলাদেশ রেনাল এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা: হাবিবুর রহমান, অধ্যাপক ডা: শামীম আহমেদ, অধ্যাপক ডা: এ.কে. আজাদ খান, অধ্যাপক ডা: হারুন-উর-রশিদ ও অধ্যাপক ডা: শহিদুল ইসলাম সেলিম প্রমূখ। স্বাস্থ্যমন্ত্রী বলেন, Òকিডনী সুস্থ রাখতে ডায়াবেটিস নিয়ন্ত্রনে করুন, এই প্রতিপাদ্য নিয়ে কাজ করবে স্বাস্থ্য মন্ত্রনালয়। মন্ত্রী কিডনী ডায়ালাইসিসের জন্য সরকারের পাশপাশি প্রাইভেট এসোসিয়েশনের এগিয়ে আসার আহবান জনান । স্বাস্থ্যমন্ত্রী আরও জানান ঢাকা শহরে আরও কয়েকটি শিশু হাসপাতাল স্থাপনে পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকার তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। এলক্ষ্যে সরকার ৩৩ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতাল গুলোকে ৫০ শয্যায় এবং জেলা হাসপাতাল গুলোকে ১০০ শয্যায় উন্নিত করবে। আগামী সপ্তাহে ডাক্তার নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জনান তিনি। এর আগে সকালে আইডিইবি ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের করা হয়।
কিডনী ডায়ালসিস হবে সব জেলা হাসপাতালে : স্বাস্থ্যমন্ত্রী
